যুগের চাহিদাকে সামনে রেখে রূপকল্প-২০৪১ বাস্তবায়ন ও উন্নত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বিজ্ঞান ও মানসম্মত শিক্ষা বিস্তারের মাধ্যমে আগামী দিনের দেশপ্রেমিক সুনাগরিক গড়ে তোলার জন্য বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রি কলেজ নিরলস কাজ করে যাচ্ছে। বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রি কলেজ এর যাত্রা পথে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। অতীতের সকল গ্লানি, অশুভ তৎপরতাকে পিছনে ফেলে সকলে ঐক্যবদ্ধ হয়ে কলেজকে জ্ঞান বিজ্ঞান ও সভ্যতার উচ্চশিখরে পৌছে দিবে এটাই আমাদের লক্ষ্য। এই কলেজের সকল শিক্ষক কর্মচারী এবং কলেজ পরিচালনার সাথে যারা জড়িত ছিলেন এবং থাকবেন সবার জন্য শুভ কামনা রইল। আশা করি এই কলেজটি অত্র অঞ্চলে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে পথিকৃত হয়ে থাকবে। এই কলেজের সাথে জড়িত আছি বলে নিজেকে ধন্য মনে করি। এই কলেজটি ভবিষ্যতে বাংলাদেশের সুপরিচিত একটি প্রতিষ্ঠান হয়ে উঠবে এই আশাবাদ ব্যক্ত করছি।
নোটিশ বোর্ড
- » চলমান বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনে অংশগ্রহন সংক্রান্ত
- » এইচ.এস.সি পরীক্ষা ২০২৪ স্থগিত ( ১১/০৮/২০২৪ থেকে সংশোধিত রুটিন অনুসারে)
- » আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্প(২য় পর্যায়) ১ম সংশোধিত দরপত্র দলিল(Tender Document)
- » ১২/০৮/২০২৪ ইং পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ সংক্রান্ত নোটিশ