EIIN 106070

01818711929,01309106070

106070@comillaboard.gov.bd

EIIN 106070

01818711929,01309106070

106070@comillaboard.gov.bd

প্রচ্ছদ / সভাপতির বাণী

যুগের চাহিদাকে সামনে রেখে নতুন বাংলাদেশ বাস্তবায়ন ও উন্নত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বিজ্ঞান ও মানসম্মত শিক্ষা বিস্তারের মাধ্যমে আগামী দিনের দেশপ্রেমিক সুনাগরিক গড়ে তোলার জন্য বাঁশকাইট ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিঞা ডিগ্রি কলেজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রি কলেজ এর যাত্রা পথে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। অতীতের সকল গ্লানি, অশুভ তৎপরতাকে পিছনে ফেলে সকলে ঐক্যবদ্ধ হয়ে কলেজকে জ্ঞান বিজ্ঞান ও সভ্যতার উচ্চশিখরে পৌছে দিবে এটাই আমাদের লক্ষ্য। এই কলেজের সকল শিক্ষক কর্মচারী এবং কলেজ পরিচালনার সাথে যারা জড়িত ছিলেন এবং থাকবেন সবার জন্য শুভ কামনা রইল। আশা করি এই কলেজটি অত্র অঞ্চলে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে পথিকৃত হয়ে থাকবে। এই কলেজের সাথে জড়িত আছি বলে নিজেকে ধন্য মনে করি। এই কলেজটি ভবিষ্যতে বাংলাদেশের সুপরিচিত একটি প্রতিষ্ঠান হয়ে উঠবে এই আশাবাদ ব্যক্ত করছি।


শিক্ষার ক্ষেত্রে অনুসরণ করা হচ্ছে অংশগ্রহণমূলক পদ্ধতি। নিয়মিত বিভিন্ন ধরণের আধুনিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এ প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রচেষ্টা অব্যাহত আছে। ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা’ অর্জন এবং ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পরিষদের সবাই একযোগে কাজ করে এ প্রতিষ্ঠানকে একটি সর্বাধুনিক বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী।


Creating Document, Do not close this window...